শ্রীলঙ্কা সিরিজের জন্য আফগানিস্তানের ১৫ সদস্যের দল ঘোষণা

|

ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী জুন মাসে শ্রীলঙ্কা উড়াল দেবে আফগানিস্তান। সফর উপলক্ষ্যে হাশমাতুল্লাহ শাহিদির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। এছাড়া, রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে চারজনকে।

ভারতে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপে এরইমধ্যে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে আফগানরা। সুপার লিগে সপ্তম হয়েছে তারা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বিশ্বাস করেন, বিশ্বকাপের আগে ভালো একটি দল গঠন করেছেন তারা এবং শ্রীলঙ্কা সফরে ভালো পারফরমেন্স করবে দল।

লঙ্কান-আফগান সিরিজটি শুরু হবে ২ জুন। ৪ জুন দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৭ জুন। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আফগানিস্তান দল : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলীখাইল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, আবদুল রহমান, ফজল হক ফারুকি ও ফরিদ আহমদ মালিক।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply