রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় রিপন সরদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন থাই মিস্ত্রি ছিলেন। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানসহ চালক মো. মমিনকে (৩৫) আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ মে) রাত সোয়া ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিপন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউপির মতিয়াগাছির জলিল সরদারের ছেলে। অন্যদিকে আটককৃত কাভার্ডভ্যান চালক মমিন নোয়াখালী সেনবাগ জিরুয়ার হারিজের ছেলে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
জানা গেছে, কাজ শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন রিপন। পথে রাজবাড়ীর জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সামনে আসলে পেছন দিক থেকে আসা এ এইচ খান কোম্পানির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী রিপন কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘটনাস্থলের অদূরে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম এলাকা থেকে ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করে পুলিশ।
রাজবাড়ী সদর থানার এসআই মোয়াজ্জেম হোসেন ঘটনার জানান, কাভার্ডভ্যানসহ ওই চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এসজেড/
Leave a reply