ম্যাস শ্যুটিংয়ের ঘটনা যুক্তরাষ্ট্রে যেন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। সোমবারও (১৫ মে) নিউ মেক্সিকোয় বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে তিন জনের। এ ঘটনায় দুই পুলিশসহ আহত হয়েছেন নয়জন। পুলিশের অভিযানে মৃত্যু হয়েছে হামলাকারীরও। খবর সিএনএন এর।
সোমবার ফার্মিংটন শহরে হয় এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি গির্জার বাইরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ১৮ বছর বয়সী এক বন্দুকধারী। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তাঘাট। আতঙ্কে শহরের স্কুলগুলোতে দেয়া হয় লকডাউন। অবশ্য হামলাকারীর মৃত্যুর পর স্কুলগুলো থেকে লকডাউন তুলে নেয়া হয়।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
প্রাথমিকভাবে এ ঘটনায় একজনই জড়িত ছিল বলে জানা গেছে। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনও। বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ২২৫টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা লিপিবদ্ধ হলো যুক্তরাষ্ট্রে। বন্দুকধারীর হামলায় চার জনের বেশি হতাহতের ঘটনাকে বিবেচনা করা হয় ম্যাস শ্যুটিং হিসেবে।
এসজেড/
Leave a reply