কুড়িগ্রামে রোগীর সেবায় রাঁধুনি-মালি: হাসপাতালের লোকবলের তালিকা চাইলেন হাইকোর্ট

|

ফাইল ছবি।

কুড়িগ্রামের সরকারি হাসপাতালগুলোতে কতগুলো পোস্ট খালি আছে, এক সপ্তাহের মধ্যে এর তালিকা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৭ মে) বিচারপতি জেবিএম হাসান ও রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। কুড়িগ্রাম সরকারী হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ডাক্তার, নার্স না থাকায় চিকিৎসা সেবা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন হাইকোর্ট।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে, কুড়িগ্রামের রাজাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলে পরিচ্চন্নতাকর্মী, রাধুনী ও মালিতে যমুনা টেলিভিশনে প্রচারিত এমন সংবাদ সংযুক্ত করে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রিটে দোষীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের পদক্ষেপ না নেয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে। বিবাদী করা হয়েছে স্বাস্থ্য সচিবসহ ৪ জনকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply