গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব

|

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ফাইল ছবি।

আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিস্কার হওয়া গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের আইনজীবী খুরশীদ আলম জানিয়েছেন, গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে। এর সাথে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এই আইনজীবী আরও জানান, আগামী ২১ ও ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেয়ার জন্য জাহাঙ্গীর আলমকে নোটিশ পাঠানো হয়েছে। এরইমধ্যে দুই সদস্যের একটি টিম করেছে দুদক।

এদিকে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিস্কার করা হয়। যদিও ঋণখেলাপির অভিযোগে তার মনোয়ন বাতিল হয়ছে। তবে, মায়ের পক্ষে নির্বাচনের মাঠে আছেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply