টিসিবির জন্যে কেনা হবে সাড়ে ১২ হাজার টন চিনি, ২ লাখ টনের বেশি সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন

|

ভর্তুকি দামে টিসিবির মাধ্যমে খোলা বাজারে বিক্রির জন্য সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা এই চিনির প্রতিকেজির দাম হবে ৮২ টাকা ৯৪ পয়সা। ব্যয় দাঁড়াবে ৬৬ কোটি ২৭ লাখ টাকা।

বুধবার (১৭ মে) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেয়া হয় এই প্রস্তাব। বিভিন্ন ধরনের ২ লাখ ২০ হাজার টন সার কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। ব্রিফিংয়ে জানানো হয়, কাফকো ও সৌদি আরব থেকে কেনা হবে ৬০ হাজার টন ইউরিয়া সার। এতে ব্যয় হবে ২২৬ কোটি টাকা। আর সৌদি আরব ও মরক্কো থেকে কেনা হবে ৮০ হাজার টন ডিএপি। ব্যয় দাঁড়াবে ৫৩২ কোটি টাকা। কানাডার প্রতিষ্ঠান থেকে কেনা হবে ৫০ হাজার টন পটাশ। ব্যয় হবে ২২৫ কোটি টাকা। ১০ হাজার টন ফসফরিক এসিড কেনার প্রস্তাবও অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ৬০ কোটি টাকা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply