সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে কাতার থেকে এ বছর কেউ হজে যেতে পারেনি। শনিরার এক বিবৃতিতে এ অভিযোগ করে দোহা। তবে অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব।
দেশটির হজ কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত কোটার মাধ্যমে হজে করার সুযোগ পেয়েছিলেন ১২’শ কাতারের নাগরিক। বিয়াদ জানায়, দেশটির ওপর অবরোধ আরোপ থাকলেও হজের বিষয়ে শিথিল করা হয়েছে। তবে দোহার অভিযোগ, কোনো ট্রাভেল এজেন্সিকে অনুমতি না দেয়ায় এ বছর নিবন্ধন বা হজে যাওয়ার সুযোগ পায়নি কাতারের নাগরিকরা। গেলো বছর জুনে সৌদি আরব, মিসর, বাহরাইনসহ ৬ মুসলিম দেশ কাতারের ওপর স্থল, নৌ এবং আকাশ পথে অবরোধ আরোপ করে।
Leave a reply