প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দাঁয়ে নোয়াখালীর চাটখিল থেকে গ্রেফতার ধর্ষক

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাগর চন্দ্র (৩৫) নামে এক যুবককে নোয়াখালীর চাটখিল থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৮ মে) রাত আটটার দিকে গাইবান্ধা র‍্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা র‍্যাব-১৩’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার।

গ্রেফতারকৃত যুবক সাগর চন্দ্র গাইবান্ধা সদর উপজেলার কাশদহ গ্রামের মৃত ঝরু রাম চন্দ্রের ছেলে।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত ১৮ এপ্রিল সকালের দিকে মানসিক প্রতিবন্ধী কিশোরী বাড়ির পাশে একটি নার্সারিতে খেলতে যায়। এ সময় সাগর চন্দ্র ওই প্রতিবন্ধী কিশোরীকে মেহেদী কিনে দেয়ার লোভ দেখিয়ে নার্সারি বাগানের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরী চিৎকার করলে স্থানীয় লোকজন আসার আগেই সে পালিয়ে যায়। পরে ঘটনার ৯ দিন পর প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় র‍্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে আসামি সাগর নোয়াখালী জেলার চাটখিল থানায় অবস্থান করছে। পরে ফোর্সসহ নোয়াখালীর চাটখিল থেকে আসামি সাগর চন্দ্রকে গ্রেফতার করে গাইবান্ধায় নিয়ে আসে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর আত্মগোপন করে ছিল বলে স্বীকার করেছে। তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply