দ্বিতীয় দিনের মতো ১৮ জেলায় চলছে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

|

ফাইল ফুটেজ।

চারদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে ১৮ জেলায় চলছে বিএনপির বিক্ষোভ সমাবেশ। শনিবার (২০ মে) সকাল থেকেই বিভিন্ন জেলায় শুরু হয় সমাবেশ। এতে অংশ নিয়েছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা।

শনিবার সকালে মুন্সিগঞ্জে শুরু হয় বিএনপির বিক্ষোভ সমাবেশ। যোগ দেন কেন্দ্রীয়সহ স্থানীয় নেতাকর্মীরা। এসময় গায়েবি মামলা, নির্যাতনসহ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বক্তারা। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তারা।

লালমনিরহাটের কর্মসূচিতে থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এছাড়াও দিনাজপুর, ঝিনাইদহ, জামালপুর, চাঁদপুরসহ অন্যান্য জেলায় বিকেলে জনসমাবেশ সমাবেশ করবে বিএনপি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অবশ্য পটুয়াখালীতে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন ১৫ জন।

এর আগে, গত ১৩ মে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। গায়েবি মামলায় গ্রেফতার, নির্যাতনসহ সরকারের পদত্যাগের ১০ দফা আদায়ে ঢাকাসহ সারা দেশে মহানগর-জেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply