এল সালভাদরের ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

|

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতের ওই ঘটনায় আহত হয়েছেন পাঁচ শতাধিক। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে ৭ জন পুরুষ এবং দু’জন নারী রয়েছেন। যাদের সবার বয়সই ১৮ বছর বা কাছাকাছি।

দেশটির রাজধানীর স্টেডিয়ামে স্থানীয় ফুটবল দল আলিঞ্জা এবং সান্তা আনা শহরের টিম- ফাসের মধ্যে ম্যাচ চলছিল। গেইট বন্ধ করে দেয়ার পরও ভক্তরা দেয়াল টপকে ঢোকার চেষ্টা করছিল। সেসময়ই ছড়ায় অসন্তোষ। খেলা স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা। ঠেলাঠেলি-হুড়োহুড়িতে পায়ের নীচে পিষ্ট হন বেশিরভাগ মানুষ। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কালোবাজারিরা অতিরিক্ত টিকিট বিক্রি করেছিল। যার কারণে এই সংকটের সৃষ্টি হয়। মূল ঘটনা জানতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply