গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৬ জুন

|

ফাইল ছবি।

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছেন আদালত। আগামী ৬ জুন নতুন এ দিন ধার্য করা হয়েছে।

রোববার (২১ মে) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন শুনানি পেছানোর আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

এদিকে, নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বেগম জিয়ার আবেদনের শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রোববার আবেদনটি দাখিল করেন বিএনপি নেত্রীর আইনজীবীরা। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বেগম খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরের বছর ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি। আলোচিত এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে ২৩ মে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply