দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে; ওয়েবিনারে বিশিষ্টজনদের মন্তব্য

|

দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। ভোট দেয়ার ব্যাপারে মানুষের আগ্রহও কমে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।

মঙ্গলবার (২৩ মে) সকালে ফোরাম ফর বাংলাদেশ আয়োজিত এক ওয়েবিনারে তারা এ কথা বলেন।

সাবেক সচিব আবু আলম শহিদ খান বলেন, সরকার সদিচ্ছা প্রকাশ করলেই কেবল ইসি ভালো নির্বাচনের আয়োজন করতে পারবে। বিরোধীদের সুস্পষ্ট চাপ না থাকায় সাম্প্রতিক সব নির্বাচন একপেশে হচ্ছে বলেও মত তার।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, সব দলকে নিয়ে নির্বাচন করা গেলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে অবশ্যই নির্বাচনকালীন সরকার সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। কে জিতলো কে হারলো এটা আমরা বিবেচনায় নেবো না। আমরা এমন একটা সিস্টেমের কথা চিন্তা করবো যেখানে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং, সেই ভোট ভালোভাবে গণনা করা হবে। আমাদের ইতিহাসে প্রমাণিত হয়েছে, এটা নিয়ে বিতর্কের অবকাশ নেই যে, নির্বাচনকালীন সরকার এই ব্যবস্থা অনেকাংশে দিতে সক্ষম।

বর্তমান নির্বাচন কমিশন চূড়ান্তভাবে আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো আগ্রহ আমি দেখতে পাচ্ছি না। নির্বাচন করতে হবে, এটি একটি রুটিন কাজ। তাদের কাজ ব্যালট ছাপা। এখন তো ব্যালটও ছাপতে হয় না। তারা ইভিএমে চলে গেছেন।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply