১৪ দাবিতে রাজধানীতে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা

|

সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে পথসভা ও পদযাত্রা করেছে গণতন্ত্র মঞ্চ।

মঙ্গলবার (২৩ মে) সকালে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবে জড়ো হয় গণতন্ত্র মঞ্চের এই কর্মসূচিতে সম্পৃক্ত হয় সমমনা রাজনৈতিক দলগুলো।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পথসভায় বক্তারা বলেন, জনবিচ্ছিন্ন এই সরকার ইতোমধ্যেই জনগণের আস্থা হারিয়েছে। এখন আন্তর্জাতিক মহলেও নিজেদের গ্রহণযোগ্যতা তলানিতে চলে গেছে। এরইপ্রেক্ষিতে সরকার আমেরিকার নিষেধাজ্ঞা নিয়ে নিজেরাই প্রচার করছে, যাতে ক্ষমতা ছাড়ার জন্য এটিকেই কারণ হিসেবে দেখাতে পারে।

এ সময় অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। পথসভা শেষে পদযাত্রা করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয় এই পদযাত্রা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply