পাল্টাপাল্টি শক্তিশালী হামলা আর পাল্টা হামলায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইউক্রেনের রণক্ষেত্রে। শুক্রবার (২৬ মে) বেসামরিক স্থাপনা টার্গেট করে ব্যাপক মিসাইল ও ড্রোন রকেট হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় নিপ্রোতে একজন নিহত এবং অন্তত ১৫ বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছে। জবাবে রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোয় পাল্টা হামলা চালাচ্ছে কিয়েভও। তাদের দাবি, ইউক্রেনীয় সেনাদের পরিকল্পিত হামলায় ধ্বংস হয়েছে একটি রুশ যুদ্ধজাহাজ। খবর সিএনএনের।
দফায় দফায় রুশ মিসাইল হামলায় প্রকম্পিত ইউক্রেনের ভূখণ্ড। কিয়েভের পাল্টা শক্তিশালী জবাবে মরিয়া হয়ে উঠেছে পুতিন বাহিনী। সামরিক, বেসামরিক স্থাপনা টার্গেট করে চালাচ্ছে আগ্রাসন। শুক্রবার, রাজধানী কিয়েভ, নিপ্রোসহ বেশ কিছু এলাকায় অন্তত ১০টি মিসাইল এবং ২০টি ড্রোন রকেট ছুঁড়েছে রুশ সেনারা। হাসপাতাল, স্কুল, আবাসিক ভবনে চালানো এসব হামলায় হতাহত অনেকে। বেসামরিক নাগরিকদের ওপর এ বর্বরতাকে যুদ্ধ অপরাধ আখ্যা দিচ্ছে জেলেনস্কি প্রশাসন।
নিপ্রো’র মেয়র বোরিস ফিলাটভ এ প্রসঙ্গে বলেন, মানসিক রোগীদের হাসপাতালটিতে হামলা হয়েছে। নিচতলায় বেশ কিছু বাস্তুচ্যুত মানুষ থাকতেন। তাদের অবস্থা বেশ খারাপ। হতাহতের পরিমাণও তাই বেশি। বেসামরিকদের ওপর এমন হামলা যুদ্ধাপরাধ ছাড়া আর কিছু না।
এদিকে, রুশদের হামলার জবাব দিতে রণক্ষেত্রে দুর্বার হয়ে উঠেছে ইউক্রেনও। একের পর এক জোরালো প্রতিরোধ-হামলার মাধ্যমে প্রদর্শন করছে নিজেদের সামরিক সক্ষমতা। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের বেশ কয়েকটি শহরে আকাশ পথে পরিকল্পিত হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। টার্গেট রুশ সামরিক স্থাপনা, গোলা-বারুদের ডিপো। একটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংসেও দাবি করেছে কিয়েভ।
পশ্চিমা মিত্রদের একের পর এক সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণায় জয়ের বিষয়ে ক্রমেই প্রত্যয়ী হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি। রণক্ষেত্রেও দেখা যাচ্ছে ইতিবাচক পরিবর্তন। আর, অত্যাধুনিক এফ- সিক্সটিন যুদ্ধবিমান সরবরাহ হলে নিমেষেই হবে পটপরিবর্তন- প্রত্যাশা জেলেনস্কির।
জেলেনস্কি বলেন, মিত্রদের প্রশিক্ষণে অত্যাধুনিক যুদ্ধ বিমান চালানোয় দক্ষ হয়ে উঠবে আমাদের পাইলটরা। শীঘ্রই পূর্বের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে উঠবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কেননা মিত্ররা খুব তাড়াতাড়িই সরবরাহ করবে এফ সিক্সটিন যুদ্ধবিমান। আমাদের বিজয়ে গোটা বিশ্বই দৃঢ় প্রত্যয়ী।
এদিকে, হামলা-আগ্রাসনকে ছাড়িয়ে ইউক্রেনের মূল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মস্কোর নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝিয়ার পরমাণু কেন্দ্রটি। কিয়েভের দাবি, রণক্ষেত্রে পিছিয়ে পড়ে এবার স্থাপনাটিতে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে পুতিন প্রশাসন। যা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।
/এসএইচ
Leave a reply