দ্বিতীয় দিনের মতো মিনা’য় শয়তানকে পাথর মারছেন হাজিরা। বৃহস্পতিবার শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা।
মঙ্গলবার কোরবানির পর মক্কায় কাবা শরীফ তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ শেষে মিনায় ফিরেছেন মুসল্লিরা। হজের শেষ তিনদিন তাবুর এই শহরে হাজিরা অবস্থান করবেন।
শয়তানের প্রতিকৃতি তিনটি স্তম্ভে মারবেন ৭০টি নুড়ি পাথর। যা আরাফাত ময়দান থেকে সংগ্রহ করেছিলেন হাজিরা। এবার ১৯ আগস্ট থেকে পবিত্র হজ শুরু হয়। যার আনুষ্ঠানিক সমাপ্তি হবে বৃহস্পতিবার।
যমুনা অনলাইন:এফএম
Leave a reply