ডিসেম্বরে জাতীয় নির্বাচন। তফসিল ঘোষণা হলে অক্টোবরে গঠিত হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে তা নিশ্চিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর এই সরকারে থাকছে না বিএনপির কোনো প্রতিনিধিত্বও। সরকারের এমন অবস্থান স্পষ্ট। তাহলে কাদের নিয়ে গঠিত হচ্ছে নির্বাচনকালীন সরকার?
আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন,নির্বাচনকালীন সরকারে ১৪ দলের দলের প্রতিনিধিত্ব থাকবে। থাকবে জাতীয় পার্টির অংশগ্রহণও। এর সাথে চমক হিসেবে যোগ হতে পারে যুক্তফ্রন্ট ও বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের শরীক দলের দু’একজন নেতাও। প্রচারণায় আছে এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর নাম। তবে এ ধরনের তথ্য আপাতত স্বীকার করছে না কোনো পক্ষই।
অন্তর্বর্তী সরকারে সংসদের বাইরের দল বিএনপির থাকার সম্ভাবনা নেই-আগেই স্পষ্ট করেছে সরকার। রাজনৈতিক বিশ্লেষকরাও মানছেন তা। তবে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে বিএনপিকে যুক্ত করার কথা বলছেন কেউ কেউ।
নির্বাচনকালীন সরকার একতরফা হলে অনিশ্চয়তায় পড়বে সব দলের অংশগ্রহণে নির্বাচন। সরকারী দলের নীতি নির্ধারকরা দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে সব দলই নির্বাচনে অংশ নিবে।
যমুনা অনলাইন:এফএম
Leave a reply