জাহাঙ্গীর আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ

|

ছবি: সংগৃহীত

উন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ এবং ব্যাংক হিসেবে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টায় দুদকে হাজির হন তিনি। এরপর দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান তাকে জিজ্ঞাসাবাদ করছেন। ব্যাংক হিসাবে অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীর আলমকে গত ১৬ মে নোটিশ দেয় দুদক।

জানা যায়, প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ঢাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২১ ও ২২ মে তলব করে চিঠি দিয়েছিল দুদক। তলবি চিঠিতে তাকে ৬ ও ৭ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়েছিল।

এর আগে, গত ১৮ মে দুদকের তলবে হাজির হতে এক মাস সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছিলেন জাহাঙ্গীর আলম। তার প্রেক্ষিতে তাকে মঙ্গলবার হাজির হতে বলা হয়।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply