ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে ভারী বৃষ্টি ও প্রলয়ংকারী বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। দেশটির জনসুরক্ষা বিষয়ক বিভাগ জানিয়েছে, এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে চলছে অভিযান। খবর সিএনএন এর।
মূলত হাইতির ১০ প্রদেশের ৭টিই পড়েছে বৈরি আবহাওয়ার কবলে। জাতিসংঘের হিসাব বলছে, ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ হাজারের বেশি মানুষ। বন্যায় প্লাবিত হয়েছে অন্তত ১৩ হাজার ৬০০ এর মতো ঘরবাড়ি-স্থাপনা। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বেশিরভাগ মানুষই। বাধ্য হয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র আর উঁচু স্থানে ঠাঁই নিয়েছেন তারা।
এদিকে, প্রাকৃতিক দুর্যোগ সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছে ৮৫ জনের মতো বাসিন্দা। বন্যা-ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ও আশপাশের এলাকা এবং দেশের পশ্চিমাঞ্চল।
বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, আগে থেকেই খাবারের সংকটে ছিল হাইতিবাসী। শস্যক্ষেত্রগুলো পানিতে ডুবে যাওয়ায়, বিপাকে পড়েছেন আরও অন্তত ১০ হাজার মানুষ। দ্রুততম সময়ের মধ্যে, দেশটিকে মানবিক সহযোগিতা দেয়ার আহ্বান জানিয়েছে ডব্লিউএফপি।
এসজেড/
Leave a reply