১২ জুনের আগে বৃষ্টির সম্ভাবনা নেই: আবহাওয়া অফিস

|

ফাইল ছবি

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, ১২ জুনের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। একই রকম তাপপ্রবাহ থাকবে আরও পাঁচ-ছয় দিন। ঢাকায় ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডেড হলেও অনুভূত হচ্ছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (৭ জুন) এই তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়, মাত্র ৭ মিলিমিটার বৃষ্টির আভাস রয়েছে ১২ জুন। ১৩ জুন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ১২ জুন থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কিন্তু, এর আগ পর্যন্ত তাপমাত্রা ৪০/৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

বর্তমানে রাজশাহী, দিনাজপুর, যশোরে তীব্র এবং অন্যান্য জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই, ঘামের কারণে অস্বস্তি বেড়েছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply