বিএনপির সময় ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো: তথ্যমন্ত্রী

|

৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বিএনপির সময় । ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছিল। আর আওয়ামী লীগের আমলে শতভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছে, এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। আরও বলেন, বিএনপির আমলে বিদ্যুৎ দেয়ার কথা বলে খাম্বা লাগিয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

হাছান মাহমুদ বলেন, বিশ্ব মন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে। তবে এ সমস্যা সাময়িক। যা ১৫ দিনের মধ্যে দূর হবে।

তথ্যমন্ত্রী এ-ও বলেছেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রী সেই সরকারের প্রধান হবে। বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের কথা বলছে। নিরপেক্ষ সরকারের ব্যাখ্যা দিক তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply