নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গতরাতে বনপাড়া হাইওয়ে থানার এসআই ইউসুফ আলী বাদি হয়ে মামলা করেন। এতে, বাস ও লেগুনার চালককে আসামি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। প্রাথমিকভাবে তারা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত চ্যালেঞ্জার বাসের রুট পারমিট ছিলো না; লাইসেন্স ছিলো না লেগুনারও।
অন্যদিকে দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের লাশ হস্তান্তরও করা হয়েছে স্বজনদের কাছে। বাকি একজনের মরদেহ রাখা হয়েছে বনপাড়া হাইওয়ে থানায়। আহত অন্তত ১৫ জন চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেলসহ নাটোরের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে।
Leave a reply