প্রধানমন্ত্রীকে কোরবানির গরু উপহার কিশোরগঞ্জের কৃষকের

|

ছবি: কৃষক বুলবুল আহমেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে তিন বছর ধরে গরু পালন করেছেন কিশোরগঞ্জের চর কাউনার কৃষক বুলবুল আহমেদের পরিবার। শখ করে গরুর নাম রেখেছেন ‘শান্ত’। এমন ভালোবাসার কথা জানার পর কৃষক পরিবারকে চমকে সেই উপহার গ্রহণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। পরিবারটিকে ধন্যবাদ দিয়ে কোরবানির দিন গরুর মাংস অসহায়দের মাঝে বিলিয়ে দিতে অনুরোধও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বয়ং প্রধানমন্ত্রীকে উপহার দিতে ২০২০ সালে আড়াই লাখ টাকা দিয়ে গরুটি কেনেন বুলবুল আহমেদ। গরু যাতে সুস্থ থাকে, এ জন্য পাগলা মসজিদে মানতও করেছিলেন। তিন বছরের নিবিড় পরিচর্যায় ‘শান্ত’র ওজন এখন প্রায় ৮০০ কেজি। বুলবুলের উপহার স্বয়ং প্রধানমন্ত্রী গ্রহণ করার সিদ্ধান্ত জানাজানি হওয়ায় গরুটিকে দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।

জানতে চাইলে কৃষক বুলবুল আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে গরুটি উপহার দেয়ার উদ্দেশ্য কারণ, উনাকে ছোটবেলা থেকেই আমার ভালো লাগে। গরুটিকে বিভিন্ন প্রাকৃতিক খাবার খাইয়ে লালনপালন করেছি। এর বয়স এখন সাড়ে তিন বছর।

কৃষক বুলবুল আহমেদের স্ত্রী ইসরাত জাহান বলেন, ‘শান্ত’ আমার খুব আদরের। ওকে আমি আমার সন্তানের মতোই লালনপালন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী গরুটি গ্রহণ করায় আমি খুব খুশি। একজন সাধারণ মানুষের উপহার উনি গ্রহণ করায় আমি সার্থক।

প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উপহারের এই গরু বুলবুলের বাড়িতেই থাকবে। ঈদের দিন কোরবানির পর গরুর মাংস দরিদ্র-অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা।

সাড়ে চার বছর বয়সী ব্রাহমা গরু ‘শান্তকে’ বাজার মূল্যের সাথে তুলনা করতে নারাজ বুলবুল। স্বয়ং প্রধানমন্ত্রী তৃণমূল কর্মীর উপহার গ্রহণ করায় তার জীবনে নতুন করে কিছু চাওয়ার নেই বলেও জানান বুলবুল আহমেদ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply