বরিশাল সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: জাপা প্রার্থী

|

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন। ছবি : সংগৃহীত

বরিশাল সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন। রোববার (১১ জুন) সকালে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বরিশালে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। সিইসি সাহেব বলেছিলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, সেটা হয়নি। এখানে প্রশাসন তাদের নিরেপক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে।

জাতীয় পার্টির মেয়রপ্রার্থী দাবি করেন, প্রশাসন একটি পক্ষকে বিশেষ সুবিধা দিয়ে যাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। এ সময় সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ইকবাল হোসেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply