জামায়াতের সভা-সমাবেশের অনুমোদন রাজনৈতিক সিদ্ধান্ত: কৃষিমন্ত্রী

|

দীর্ঘদিন পর জামায়াতের সভা-সমাবেশের অনুমোদন রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেন, সময় হলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

রোববার (১১ জুন) সচিবালয়ে জার্মান রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, তাদের কিছু জনসমর্থন রয়েছে, এজন্য তারা রাজনীতি করতেই পারে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ সময় সংলাপের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, এই মুহূর্তে সংলাপের বাস্তবতা নেই। বিএনপি আন্দোলন করে ক্লান্ত হলে তখন তারাই সংলাপের জন্য দাবি করবে। আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না। বিদেশিরা যতই হস্তক্ষপের চেষ্টা চালাক, সংবিধানের বাইরে সরকার কোনো নির্বাচন করবে না।

এর আগে, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন আব্দুর রাজ্জাক। আলোচনার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, বাণিজ্য, শিল্প কারখানা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও ইউরোপে রফতানিতে সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। জার্মানি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। সরকারও গ্রহণযোগ্য নির্বাচন চায়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply