মিসরে একটি বিলাসবহুল প্রমোদতরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কারোর মৃত্যুর খবর পাওয়া না গেলেও নিখোঁজ রয়েছেন ৩ ব্রিটিশ নাগরিক। তাদের সন্ধানে চলছে অভিযান। খবর বিবিসির।
স্থানীয় প্রশাসন জানায়, রোববার (১১ জুন) লোহিত সাগরের মারসা আলম উপকূলে হয় এ দুর্ঘটনা। সাথে সাথেই ওই প্রমোদতরীতে থাকা ১২ জন ব্রিটিশসহ ২৬ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে নিখোঁজ হন ৩ জন।
প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, ইঞ্জিনরুমের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। গত ৬ জুন প্রমোদতরীটি বন্দর গালিব থেকে রওনা হয়েছিল। রোববারই তাদের ফিরে আসার কথা ছিল।
এসজেড/
Leave a reply