১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলতে ১০ জুন ঢাকায় পা রেখেছে আফগানিস্তান। সেদিন সকাল ১১ টা নাগাদ এক তৃতীয়াংশ ক্রিকেটার আসলেও বাকিরা এসেছেন বিকেলে। সিরিজ শুরুর দিন তিনেক আগে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগ্রহী সমর্থকরা মাত্র ১০০ টাকা খরচ করেই বাংলাদেশ-আফগান টেস্টের খেলা মাঠে বসে উপভোগ করতে পারবন। সোমবার (১২ জুন) দুপুর ২টা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইটে ঢাকা টেস্টের টিকিট পাওয়া যাবে। 

পূর্ব গ্যালারির টিকিট গ্যালা সর্বনিম্ন ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য সর্বোচ্চ ১ হাজার টাকা। এছাড়া সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। 

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে টিকিট পাওয়া যাবে। ম্যাচের দিনও বুথ থেকে টিকিট কেনা যাবে। আর অনলাইনে জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর নিবন্ধন করে টিকিট কিনতে হবে। একজন নিবন্ধনকারী সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply