ফিফা উইন্ডোর অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে গিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা দল চীনে তাদের প্রথম প্র্যাকটিস সেশনে ঘাম ঝরিয়েছে। ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আলবিসেলেস্তেদের মিশন ইন্দোনেশিয়ায়।
বেইজিংয়ের অলিম্পিক স্টেডিয়ামে প্র্যাকটিস সেশনে যোগ দেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন তিনি। সেই সাথে অনুশীলনে ছিলেন আনহেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, তরুন উদীয়মান আলেহান্দ্রো গানার্চো।
বৃহস্পতিবার (১৫ জুন) চীনের রাজধানীতে সম্প্রতি পুনর্নির্মিত ওয়ার্কার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচটি। অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা শেষবার কাতারে ২০২২ বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পায় লিওনেল স্কালোনি শিষ্যরা। এই জয়ের পথেও গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি।
অন্যদিকে, ইন্দোনেশিয়ার বিপক্ষের ম্যাচটি হবে জাকার্তায়। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই শুরুর আগে ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচটি হবে মেসিদের শেষ প্রীতি ম্যাচ।
করোনা মহামারির পর প্রথমবারের মতো চীনে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেও ছয়বার চীনে খেলেছেন মেসি। সবশেষ ২০১৭ সালে সেখানে খেলেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার। অন্যদিকে প্রীতি ম্যাচ শেষেই আগামী মাসে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টিনার এ মহাতারকা।
/আরআইএম
Leave a reply