টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার

|

দুর্নীতির দায়ে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছাড়া হলো স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেওনকে। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। খবর সিএনএন এর।

এর আগে রোববার (১১ জুন) নিজ বাড়ি থেকে এই রাজনীতিককে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ক্ষমতাসীন দল এনএসপিতে অবৈধ অর্থায়নের সাথে তিনি জড়িত। এরই জেরে রাতে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তবে তার বিরুদ্ধে আসা এ অভিযোগের কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে পাননি তদন্ত কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তাদের তদন্তে তিনি বেশ ভালোভাবেই সহযোগিতা করেছেন বলে জানিয়েছে নিকোলার মুখপাত্র।

মূলত, এ বিষয়টি নিয়ে ২০২১ সালে স্কটল্যান্ডের পুলিশ একটি তদন্ত শুরু করে। সে অনুসারে, ৭ লাখ ৫৪ হাজার ডলারের বেশি অর্থ খরচ করা হয়েছে নির্বাচনে। কিন্তু ব্রেক্সিটের পর অর্থমন্দার মধ্যে কে বা কারা এই অর্থায়ন করেছেন সেটাই জানতে চাইছে পুলিশ। দলটির আরও দুই নেতা কলিন বিয়াত্তি এবং পিটার মুরেলকে আগেই জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply