এনআইডি নিবন্ধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন, দায়িত্ব পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

|

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ইসির পরিবর্তে নিবন্ধনের ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব আলম।

সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। মাহবুব আলম জানিয়েছেন, এর মাধ্যমে সকল নাগরিকের একটি ইউনিক জাতীয় পরিচয়পত্র নম্বর থাকবে। ফলে ভোটার কার্ড, জন্মনিবন্ধনের জন্য আলাদা সনদ বা কার্ডের বিষয়টি ধীরে ধীরে উঠে যাবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আলাদা নিবন্ধকের কার্যালয় করা হবে। আইডি কার্ড সংশোধনের দায়িত্ব পাবে এই কার্যালয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এই কার্যক্রম চালাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনবলের সংকট হবে কি না প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনটি পাশ হলে নিবন্ধকের কার্যালয় চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ করতে পারবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply