রাজস্থানের আকাশসীমায় পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবশ্য দিনভর তল্লাশি চালিয়েও ভূপাতিত করা ওই ড্রোন উদ্ধার করা যায়নি। খবর দ্য উইকের।
সোমবার (১২ জুন) এ তথ্য জানায় বিএসএফ। কর্ণপুর সেক্টরে ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিএসএফের কর্ণপুর সেক্টরের কমান্ডার বলবন্ত রাম।
কমান্ডার বলবন্ত রাম বলেন, ধারণা করা হচ্ছে, ওই ড্রোনের মাধ্যমে মাদক পাচার করা হচ্ছিল। তবে গুলি করার পর সম্ভবত সীমান্তের ওই পারে ড্র্রোনটি ভেঙে পড়েছে। এজন্য তল্লাশি চালিয়েও সেটিকে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, গত কয়েক বছরে জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা ও পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে একাধিকবার পাক ড্রোনের সাহায্যে অস্ত্র এবং মাদক পাচারের ঘটনা ঘটেছে। তবে এবার এ ঘটনা ঘটলো রাজস্থান সীমান্তে। ফলে ওই এলাকায় আরও সতর্ক অবস্থানে আছে বিএসএফ।
এসজেড/
Leave a reply