দেশের মানুষের গড় আয়ু অল্প বেড়েছে

|

বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে কিছুটা। ২০২২ সালের চূড়ান্ত হিসাবে দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৪ বছর হয়েছে। ২০২১ সালে যা ছিল ৭২.৩ বছর।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বিবিএস জানিয়েছে, ২০২২ সালে দেশের পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০.৮ বছর। ২০২১ সালে যা ছিল ৭০.৬ বছর। মহিলাদের গড় আয়ুও কিছুটা বেড়েছে। ২০২১ সালে মহিলাদের গড় আয়ু ছিল ৭৪.১ বছর। যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৪.২ বছর।

এদিকে, বিবিএস প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালে দেশে মুসলমানদের সংখ্যা ৮৯ শতাংশ। ২০২১ সালেও যা একই ছিল। তাতে ২০২২ ও ২০২১ সালে অন্যান্য ধর্মের লোকের হার দাঁড়িয়েছে ১১ শতাংশে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply