বিএনপি বয়কট করলেও জনগণ ভোট বর্জন করেনি: তথ্যমন্ত্রী

|

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শান্তিপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করেনি।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানিয়েছেন, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন দেশের ইতিহাসে একটি মডেল নির্বাচন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মেয়র প্রার্থীর ওপর হামলা কাম্য নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন তদন্ত করছে। এতে যে কিংবা যারা এর সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে।

এ সময় খালেদা জিয়া ইস্যুতে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার মুক্তি সরকারের হাতে না, এটা আদালতের হাতে। আদালত মুক্তি দিলেই মুক্তি পাবেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply