কঙ্গোর শরণার্থী ক্যাম্পে সশস্ত্র বাহিনীর হামলা, নিহত অন্তত ৪৫

|

আফ্রিকার দেশ কঙ্গোয় একটি শরণার্থী ক্যাম্পে হামলা চালিয়ে ৪৫ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ জুন) এ তথ্য নিশ্চিত করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। খবর আল জাজিরার।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, দেশটির লালা অঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের জন্য নির্মিত শিবিরে রোববার এ হামলা চালানো হয়। যার পেছনে জড়িত ‘কো-অপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো বা কোডেকো’ নামের সশস্ত্র গোষ্ঠী। জায়গাটি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ঘাঁটি থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত।

এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংস্থাটি। বিবৃতিতে আরও বলা হয়, এ হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও জানিয়েছে জাতিসংঘ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply