পাবনা প্রতিনিধি:
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ড্রেনে আটকে পড়া একটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ফোনে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় গরুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
প্র্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের চক ছাতিয়ানি পানি উন্নয়ন বোর্ডের সামনে ড্রেনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ড্রেনে পড়ে গিয়ে ড্রেনের মাঝ দিয়ে যাওয়া পাইপে নিচে আটকে যায় একটি গরু। বেশ কিছুক্ষণ গরুটিকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা। তারা ব্যর্থ হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় গরুটি উদ্ধার করেন পাবনা ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ বিষয়ে পাবনা সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, ফোনে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় গরুটিকে উদ্ধার করি। তবে গরুটির মালিককে পাওয়া যায়নি।
/এসএইচ
Leave a reply