উন্নত বাংলাদেশের জন্য কারিগরি দক্ষতা সম্পন্ন জনশক্তি দরকার: দীপু মনি

|

বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও উচ্চ শিক্ষার নামে শিক্ষার্থীরা ঢালাওভাবে অনার্স-মাস্টার্স করে না, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বললেন, আগামী দিনে সাধারণ শিক্ষা নয়, উন্নত বাংলাদেশের জন্য কারিগরি দক্ষতা সম্পন্ন জনশক্তি দরকার।

বুধবার (১৪ জুন) সকালে রাজধানীর আগারগাঁয়ে কারিগরি শিক্ষা সপ্তাহের র‍্যালি উদ্বোধনের পূর্বে এসব কথা বলেন তিনি। আরও বলেন, কোনো সরকারের পক্ষেই সাধারণ শিক্ষায় শিক্ষিতদের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব না। কারিগরি শিক্ষায় শিক্ষিতরা কেউ বেকার থাকে না, তারা চাকরি না পেলে নিজের দক্ষতা নিয়ে নিজেই কর্মসংস্থান করতে পারে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

দীপুমনি বলেন, সারাদেশের উপজেলাগুলোতে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ করছে সরকার। ২০৪১ সালের মধ্যে দেশের ৫০ ভাগ তরুণকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার আওতায় আনা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply