উয়েফা নেশন্স লিগ ২০২২-২৩ এর প্রথম সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। বিশ্ব মঞ্চে আলো ছড়ানো ক্রোয়েশিয়ার সামনে এবার হাতছানি নেশন্স লিগের ফাইনালে খেলার। অন্যদিকে, নেশন্স লিগে গতবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস এবারও ফাইনালে যেতে মরিয়া।
নিজেদের ঘরের মাঠ স্টেডিয়ান ফেইজেনোর্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে আতিথ্য জানাবে নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (১৪ জুন) দিবাগত রাত পৌনে ১ টায়। ২০১৯-১৯ নেশন্স লিগে রানার্সআপ হয়েছিল নেদারল্যান্ডস। ক্রোয়েশিয়া এবারই প্রথম উঠেছে নেশন্স লিগের নকআউট পর্বে।
২০২২-২৩ নেশন্স লিগে লিগ ‘এ’-এর এক নম্বর গ্রুপে সেরা হয় ক্রোয়েশিয়া। ফ্রান্স, ডেনমার্ক ও অস্ট্রিয়াকে পেছনে ফেলে তারা। ৬ ম্যাচের চারটিতে জয়, একটি করে ম্যাচ ড্র ও হার। নেদারল্যান্ডস সেরা হয় এ লিগের চার নম্বর গ্রুপ থেকে। তাদের গ্রুপে ছিল বেলজিয়াম, পোল্যান্ড ও ওয়েলস। গ্রুপে পাঁচ জয়, একটি ড্র ডাচদের।
ঘরের মাঠে কঠিন পরীক্ষাই দিতে হবে ডাচদের। ক্রোয়েশিয়া সবশেষ ১৫ আন্তর্জাতিক ম্যাচে মাত্র একটিতে হেরেছে। সেটি কাতার বিশ্বকাপের সেমি ফাইনালে আর্জেন্টিনার কাছে। একই প্রতিপক্ষের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে ডাচরাও।
নেদারল্যান্ডসের আন্তর্জাতিক শিরোপা বলতে ১৯৮৮ সালের ইউরো। সেই ইউরো জয়ী দলে ছিলেন নেদারল্যান্ডসের বর্তমান কোচ রোনাল্ড কোম্যান। তার অধীনে ইউরো নেশন্স লিগ জিততে মরিয়া ডাচরা। আর ক্রোয়েশিয়ার গোল্ডেন জেনারেশনের সামনে আরেকটি সুযোগ শিরোপা জেতার।
এর আগে মাত্র দুবার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। ১৯৯৮ বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডসকে। সবশেষ ২০০৮-এ প্রীতি ম্যাচে ডাচরা জেতে ৩-০ তে।
এ ম্যাচে ফরোয়ার্ড মেম্ফিস ডিপাইকে পাচ্ছে না ডাচরা। কাফ ইনজুরিতে পড়েছেন তিনি। ক্রোয়াটরাও পাচ্ছে না ডিফেন্ডার জাসকো গার্দিওল এবং ফরোয়ার্ড মার্কো লিভাজাকে।
/আরআইএম
Leave a reply