চট্টগ্রামে খামারে নজর কাড়ছে বাহারি নামের গরু, দাম আকাশচুম্বী

|

চট্টগ্রাম ব্যুরো:

এবারের কোরবানির ঈদে চট্টগ্রামে খামারগুলোর অন্যতম আকর্ষণ বাহারি নামের গরু। যেগুলো আকারে বিশাল, দাম আকাশচুম্বী। বিভিন্ন জাতের এসব গরু সবার নজর কাড়ছে।

এশিয়ান এগ্রো নামের চট্টগ্রামের এক খামারে গিয়ে দেখে মেলে শাহীওয়াল জাতের একটি গরুর। যেটির নাম দেয়া হয়েছে টার্মিনেটর। ওই খামারে অন্য সব গরুর মধ্যে যেটিকে সহজে চোখে পড়ে।

চাল-চলনেও বেশ ঠাট-বাট ওই টার্মিনেটর। কিছুটা অশান্ত প্রকৃতির। তাই সর্বক্ষণ নাকের রিং ধরে রাখে রাখালরা। ৪ বছর বয়সেই সাড়ে ৯শ’ কেজি ওজন এই গরুর। দাম হাঁকা হচ্ছে ৯ লাখ টাকা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

একই জাতের আরেক গরুর নাম দেয়া হয়েছে হুবলো। বছর খানেক আগে চট্টগ্রামের ওই খামারে আগমন। তবে হুবলো বেশ শান্ত। রাখালদের খুব একটা চিন্তা করতে হয় না। ৯০০ কেজি ওজনের হুবলোর দাম হাঁকা হচ্ছে সাড়ে ৮ লাখ টাকা।

এশিয়ান এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, দুইটা গরুরই শখ করে নাম রাখা হয়েছে। দুটোর বয়সই একই।

কোরবানি ঈদ সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন খামারে এমন বাহারি সব গরুর সমাহার। আগেভাগে ঢু মারছেন অনেক ক্রেতাও। তবে দাম নিয়ে অসন্তোষ জানান সবাই। ক্রেতারা বলেন, গতবারের চেয়ে দাম বেশি হাঁকা হচ্ছে।

দেশের বিভিন্ন স্থান থেকেও গরু আসছে চট্টগ্রামে খামারে। মোটাতাজাকরণ শেষে আগে থেকে প্রস্তত অনেক গরু। এখন কেবল ক্রেতার অপেক্ষা। তবে গো খাদ্যের দাম বাড়ায় এবার গরুর বাজারও চড়া।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply