আখাউড়া প্রতিনিধি:
প্রতি বছরের মতো এবারও ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের জন্য উপহারস্বরূপ ৫০০ কেজি সুস্বাদু হিমসাগর আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ১০০টি কার্টুন ভর্তি আম পাঠানো হয়।
দু’দেশের আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্যরেখায় ওই আম গ্রহণ করেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। এ সময় বাংলাদেশ সহকারী হাই-কমিশন কার্যালয়ের ফাস্ট সেক্রেটারি রেজাউল হক চৌধুরী ও ফাস্ট সেক্রেটারি মো. আল আমিন উপস্থিত ছিলেন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী হাইকমিশনার দত্ত শ্রী রাজীব কুমারের এক চিঠিতে আম হস্তান্তর কার্যক্রম সম্পূর্ণ করেন আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী সোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রাজীব ভূইয়া।
ইউএইচ/
Leave a reply