দিল্লির কোচিং সেন্টারে আগুন, বহুতল ভবন থেকে দড়ি বেয়ে নেমে প্রাণরক্ষা শিক্ষার্থীদের (ভিডিও)

|

দিল্লির বহুতল ভবনের একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন শিক্ষার্থী। ভবনটি থেকে দড়ি ধরে নেমে এসেই মূলত প্রাণ রক্ষা হয় তাদের। খবর আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দিল্লির মুখার্জি নগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় কোচিং সেন্টারে উপস্থিত ছিল বহু শিক্ষার্থী। আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে তারা। এ সময় বহুতল ভবন থেকে লাফ দিয়ে জীবন বাঁচাতে গিয়ে আহত হয় অন্তত ৪ জন। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বহুতল ভবন থেকে একটি দড়ি ঝুলিয়ে, সেখান থেকে নেমে আসছে আটকে পড়া শিক্ষার্থীরা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ভবনের পাঁচতলায় বিদ্যুতের মিটার বক্সে প্রথমে ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখান থেকে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply