নেত্রকোণায় ট্রাক চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

|

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরিদুজ্জামান রিফাত। ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ট্রাক চাপায় ফরিদুজ্জামান রিফাত (২২) নামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই উপজেলার আগিয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রিফাত সিএনজির যাত্রী ছিলেন। সিএনজিটি রাস্তায় ফেলে রাখা বালুর স্তূপের পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে তিন যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রের লাশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএআর/





সম্পর্কিত আরও পড়ুন






Leave a reply