কক্সবাজারে লক্ষাধিক পিস ইয়াবা উদ্ধার

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে তিন লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৬ জুন) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশিকানিয়া নামক এলাকায় এ অভিযান চালায় বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

লে. কর্ণেল মহিউদ্দীন বলেন, শুক্রবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর তীরবর্তী আশিকানিয়া নামক এলাকায় বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে তীরবর্তী আশিকানিয়া নামক এলাকার লবণমাঠ দিয়ে সন্দেহজনক ৩ জনকে বস্তা কাঁধে আসতে দেখা যায়। এ সময় বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেয়। তবে তারা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা বস্তাগুলো ফেলে রেখে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে পাচারকারীদের ফেলে যাওয়া তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয় ৩ লাখ ৮০ হাজার ইয়াবা।

এ ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় বিজিবি। উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply