নওগাঁয় আমের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা

|

নওগাঁ একটি আম বাগান।

শফিক ছোটন, নওগাঁ:

নওগাঁর সাপাহারে এ বছর আমের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু মৌসুমের শুরুতেই মন্দা বাজার দর। পাইকারদের আনাগোনাও কম। গত বছরের তুলনায় গুটি জাতের আম বিক্রি হচ্ছে অর্ধেক দামে। এতে লোকসানে পড়েছেন চাষিরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, গাছে গাছে ঝুলছে বাহারি জাতের আম। বাজারে উঠেছে গোপাল ভোগ, ক্ষিরসা, গুটি ও নাগফজলি আম। ফল বেচতে দিনভর অপেক্ষা করছেন চাষিরা। পাইকারদের আনা-গোনা কম, তাই বেচা-কেনাতেও মন্দা।

চাষিরা বলছেন, খরা মোকাবিলা করে আম উৎপাদনে খরচ পড়েছে বেশী। বিপরীতে আগের বছরের তুলনায় এবার অর্ধেক দরে বিক্রি করতে হচ্ছে ফল। তাদের দাবি গতবারের তুলনায় এ বছর আমের দাম প্রায় অর্ধেক।

নওগাঁর দুই আমচাষী।

এদিকে আম সংগ্রহে বাজারে নেমেছে হাতে গোনা কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। তাদের বেধে দেয়া দরেই চলছে বেচা-কেনা। তবে ভরা মৌসুমে চাষিরা ভাল দর পাবেন বলে আশাবাদী আড়তদাররা।

জেলায় এবারের মৌসুমে প্রায় ৩০ হেক্টর বাগানে আম উৎপাদন হয়েছে। লক্ষ্যমাত্রা ৪ লাখ মেট্রিক টন। পর্যায়ক্রমে বাজারে আসবে লেংড়া, আম্রপালি, বাড়ি ফোর ও গৌড়মতি।

সাপাহার আড়তদার সমিতির সহ সভাপতি রেজাউল করিম বলেন, কোম্পানি আমাদের রেট দেয়। তিনদিন পর পর আমরা রেট নিয়ে সেই মোতাবেক আম কেনাবেচা করি। গুটি জাতের প্রচুর আমার প্রতিদিন আমদানি হওয়ায় দর কমে যাচ্ছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply