শান্তির বার্তা নিয়ে কিয়েভ-মস্কো সফরে আফ্রিকার নেতারা

|

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ বন্ধে এবার শান্তির বার্তা নিয়ে কিয়েভ-মস্কো সফর করছেন আফ্রিকার নেতারা। খবর আল জাজিরার।

শনিবার (১৭ জুন) ইউক্রেনের রাজধানীতে পৌঁছান দক্ষিণ আফ্রিকা, কমোরোস, সেনেগাল এবং জাম্বিয়ার প্রেসিডেন্ট। সাথে ছিলেন মিশরের প্রধানমন্ত্রী। এ সময় তাদের স্বাগত জানান, জেলেনস্কি। এরপরই আফ্রিকান ৬ নেতার সাথে বৈঠক করেন তিনি। এ সময় যুদ্ধের কারণসহ বৈশ্বিক নানা সংকটের কথা তুলে ধরেন তারা। জানান, এই যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আফ্রিকার দরিদ্র দেশগুলো।

সেখানে যুদ্ধ বন্ধে ১০ দফা প্রস্তাবনাও পেশ করেন আফ্রিকান নেতারা। যারমধ্যে রয়েছে অস্ত্রবিরতী, শস্য সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন ইস্যু। এরপরই মস্কোয় সফর করবেন আফ্রিকান নেতারা। এদিকে আফ্রিকান নেতাদের সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কিয়েভের বিভিন্ন স্থানে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply