উগান্ডায় স্কুলে জঙ্গি হামলায় নিহত ৪০

|

ছবি: সংগৃহীত

উগান্ডার একটি স্কুলে জঙ্গি হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কয়েকজনকে অপহরণ করা হয়েছে। খবর বিবিসির।

দেশটির পশ্চিমাঞ্চলে কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্তবর্তী এলাকার এ হামলা হয়েছে। শনিবার (১৭ জুন) উগান্ডার পুলিশ খবরটি নিশ্চিত করেছে। এই জঙ্গি দলটির সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে বলেও তারা জানিয়েছে।

উগান্ডার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ফেলিক্স কুলায়িগিয়ে এক টুইটার পোস্টে বলেন, অপহৃতদের উদ্ধার এবং সশস্ত্র গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করতে আমাদের বাহিনী কাজ করছে। তবে হামলাকারীরা কতজনকে অপহরণ করেছে, তা জানায়নি কর্তৃপক্ষ।

উগান্ডা পুলিশ জানায়, পূর্বাঞ্চলীয় কঙ্গোতে সক্রিয় উগান্ডাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী অ্যালিড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) সদস্যরা শুক্রবার (১৬ জুন) রাতে এমপনডোয়ের লুবিরিরা মাধ্যমিক স্কুলে হামলা চালিয়েছে। হামলাকারীরা কঙ্গো প্রজাতন্ত্রের ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের দিকে পালিয়ে গেছে। সেনারা তাদের খুঁজে বেড়াচ্ছে। এ হামলায় নিহতদের মধ্যে কতজন স্কুল শিক্ষার্থী আছে, তা উল্লেখ করেনি পুলিশ।

প্রসঙ্গত, গত এপ্রিলে এডিএফের সদস্যরা পূর্বাঞ্চলীয় কঙ্গো প্রজাতন্ত্রের একটি গ্রামে হামলা চালায়। এতে কমপক্ষে ২০ জন নিহত হন। এডিএফের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে কঙ্গোতে সেনা পাঠিয়েছে উগান্ডা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply