খালি হয়ে আসছে ইউক্রেনের অস্ত্রভাণ্ডার: পুতিন

|

খালি হয়ে আসছে ইউক্রেনের নিজস্ব অস্ত্রভাণ্ডার। অন্য দেশের সামরিক সহায়তায় রণক্ষেত্রে বেশিদিন টিকে থাকতে পারবে না কিয়েভ। তাই পরাজয় তাদের নিশ্চিত। এমন মন্তব্য করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পাল্টা অভিযানকে পুরোপুরি ব্যর্থ আখ্যা দেন তিনি। বলেন, শান্তিপূর্ণ সমাধানের চেয়ে কিয়েভকে অস্ত্র দিয়ে মস্কোকে বরং যুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে পশ্চিমা শক্তি।

শুক্রবার (১৬ জুন) সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে কথা বলেন পুতিন। পুরো সময় জুড়ে রুশ প্রেসিডেন্টের কণ্ঠে ছিল ইউক্রেন আর পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি।

পুতিনের দাবি, রণক্ষেত্রে কৌশলগতভাবে রাশিয়াকে হারাতে সব চেষ্টাই করছে পশ্চিমারা। তবে শিগগিরই শেষ হয়ে যাবে কিয়েভের নিজস্ব অস্ত্রভাণ্ডার। পুরোপুরি নির্ভর করতে হবে সহায়তার ওপর। পুতিনের দাবি, অন্যের দেয়া অস্ত্র দিয়ে বেশিদিন রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে না ইউক্রেনের সেনারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply