শহীদুল আলমের মুক্তি চাইলেন টিউলিপ সিদ্দিক

|

আলোকচিত্রী শহীদুল আলমকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তার ভাগ্নি, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা টাইমস এ খবর দিয়েছে।

নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশ সরকারের হাতে শহীদুল আলমের আটক হওয়া গভীর উদ্বেগজনক। অবিলম্বে এই আটকাবস্থার অবসান হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

টিউলিপ সিদ্দিক আরো বলেন, বাংলাদেশকে অবশ্যই নাগরিকদের প্রতি ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ড সমুন্নত রাখতে হবে। আমি আশা করবো যে, যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর তাদের ঘনিষ্ঠ মিত্ররাষ্ট্রকে কড়াভাবে এই বার্তাটা পৌঁছে দেবে।

নিরাপদ সড়কের দাবিতে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে বিদেশি সংবাদমাধ্যমে সাক্ষাতকার দেয়ার পর ৫ আগস্ট আটক করা হয় ৬৩ বছর বয়সী শহীদুল আলমকে। বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply