ইউটিউবে মনিটাইজেশন সুবিধার নতুন নীতিমালা

|

ছবি: সংগৃহীত

মনিটাইজেশন সুবিধার নীতিমালা শিথিল করেছে ইউটিউব। এখন থেকে চ্যানেলে এক হাজারের পরিবর্তে ৫০০ সাবক্রাইবার থাকলেই আয় করা যাবে অনলাইন প্লাটফর্মটি থেকে। সম্প্রতি ইউটিউব পার্টনার প্রোগ্রাম ২০২৩ নীতিমালায় এ তথ্য পাওয়া গেছে। খবর ইন্ডিয়া টুডে’র।

নীতিমালায় বলা হয়েছে, মনিটাইজেশন সুবিধা চালু করতে হলে ইউটিউব চ্যানেলে কমপক্ষে ৫০০ গ্রাহক বা সাবস্ক্রাইবার থাকতে হবে, যা আগে ছিল ১০০০। এছাড়া ভিডিও দেখার মোট সময় বা ওয়াচ-টাইম ৪ হাজার ঘণ্টার বদলে ৩ হাজার ঘণ্টা থাকতে হবে।

পাশাপাশি আবেদনের ৯০ দিনের মধ্যে কমপক্ষে ৩টি ভিডিও আপলোড করতে হবে। তবে চ্যানেলে অবশ্যই নিজের তৈরি ভিডিও দিতে হবে। পাশাপাশি ভিডিওতে ব্যবহার করা শব্দ বা গানও হতে হবে মেধাস্বত্বহীন।

প্রসঙ্গত, প্রাথমিকভাবে নতুন এ নীতিমালা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ায় বসবাসকারীদের জন্য উন্মুক্ত করা হবে। পর্যায়ক্রমে অন্য দেশগুলোতে চালু হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply