ব্যাংক ঋণের সুদের হার বাজারের ওপর ছেড়ে দিলো বাংলাদেশ ব্যাংক। আইএমএফের শর্তানুযায়ী ‘নিট’ ভিত্তিতে হবে রিজার্ভের হিসাব। ডলারও বিক্রি হবে বাজারের চাহিদা ও যোগানের ভিত্তিতে।
রোববার (১৮ জুন) বিকালে এমন সব দিক নির্দেশনা দিয়ে আগামী অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
সংকোচনমূলক এই মুদ্রানীতির মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঠিক রাখা। বেলা তিনটায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করেন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে অর্থ সরবরাহ কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিতে টাকার চাহিদা কমাতে নীতি সুদহার বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে ব্যাংক ঋণের সুদ হার সর্বোচ্চ ৯ শতাংশ আর থাকছে না। এর বদলে বাজারভিত্তিক সুদহার চালু হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকের জন্য সর্বোচ্চ সুদহার ১০ দশমিক ১ শতাংশ হবে। আর্থিক প্রতিষ্ঠানের জন্য হবে ১২ দশমিক ১ শতাংশ। আর ভোক্তা ঋণের সুদ হার ১৩ দশমিক ১ শতাংশের বেশি হবে না।
ইউএইচ/
Leave a reply