ন্যাটো সম্মেলনে যোগ দিতে ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবে না সদস্য রাষ্ট্রগুলো। এমনটি জানিয়েছেন সামরিক জোটটি মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। খবর ডয়েচে ভেলের।
সোমবার (১৯ জুন) দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জেন্স স্টলটেনবার্গ বলেন, ন্যাটো জোটের দরজা সবার জন্য উন্মুক্ত। তবে সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে যেসব আনুষ্ঠানিকতা প্রয়োজন তা সম্পন্ন হয়নি। কিয়েভকে কীভাবে আরও বড় পরিসরে সহায়তা করা যায় সে বিষয়ে সচেষ্ট আছে ন্যাটো। রুশ বিরোধী অভিযান জোরদার করার জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র সরবরাহ অব্যাহত থাকবে বলেও জানান স্টলটেনবার্গ।
এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি অভিযোগ করেন, কিছু সদস্য রাষ্ট্রের আপত্তির কারণেই ন্যাটোতে যোগ দিতে পারছে না কিয়েভ। তবে বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তায় রণক্ষেত্রে পাল্টা ঘুরে দাঁড়িয়েছে কিয়েভ।
এসজেড/
Leave a reply