ঈদের আগে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

|

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রেমিট্যান্সে গতি বেড়েছে। কোরবানির এই ঈদ যতো ঘনিয়ে আসছে, রেমিট্যান্সের পরিমাণ ততোই বাড়ছে।

চলতি জুন মাসের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১২ হাজার ২১৬ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

১৬ দিনে গড়ে ৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ২ বিলিয়ন ছাড়িয়ে যাবে। এর আগে, গত মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এখন পর্যন্ত মে মাসের চেয়ে রেমিট্যান্স প্রবাহ অনেক ভালো অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবারের কাছে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। তবে, আলোচিত সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৮। এগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

ইউএইচ/





সম্পর্কিত আরও পড়ুন






Leave a reply